ঝিনাইদহের কালীগঞ্জে, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৭ জন। বৃহস্পতিবার দুপুরে, উপজেলার ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে, ঝিনাইদহগামী শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় নারী ও শিশুসহ বাসের ৪০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে, আমিরুল ইসলাম ও ইব্রাহিম হোসেন নামে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।