ঝিনাইদহে হয়ে গেলো দিনব্যাপী দেশিয় ফল উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কোমলমতি শিশু-কিশোর ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে দেশিয় নানা জাতের ফলের সঙ্গে পরিচিত করতেই এই আয়োজন।
স্টলে স্টলে সাজানো জানা-অজানা বাহারি জাতের ফল। জ্যৈষ্ঠের শুরুতে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকায় মর্নিংবেল চিলড্রেন একাডেমি আয়োজন করে দিনব্যাপী ফল উৎসবের। স্টলগুলোতে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু ছাড়াও নাম না জানা ৫৫ জাতের দেশিয় ফল। এর মধ্যে ডেওয়া, টকচেরি, আশফল, গোলাপজাম ও অরবরইসহ হরেক রকমের দুষ্প্রাপ্য ফলের দেখাও মেলে। জেলার দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকরা অংশ নেয় এ উৎসবে।
নতুন প্রজন্মকে দেশিয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এ উৎসবের লক্ষ্য বলে জানান মর্নিংবেল চিলড্রেন একাডেমি পরিচালক শাহিনুর আলম লিটন।
নানা জাতের ফল নিয়ে মেলায় অংশ নেয় ১৫ টি স্টল। এরমধ্যে সেরা তিনটি স্টলকে আয়োজকদের পক্ষ থেকে পুরষ্কার দেয়া হয়।