কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে স্নাতকত্তোর সমমর্যাদার স্বীকৃতি দিয়ে সরকার হেফাজতের সঙ্গে কোনো আঁতাত করেনি বলে দাবি করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের আদর্শগত কোনো মিল নেই।
মন্ত্রী বলেন, 'গোপনে আঁতাতের কিছু নাই তো। কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রকাশ্যেই দেয়া হয়েছে। বিএনপি এক সময় কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়ার জন্য উদ্যোগ নিয়েছিলো। তারা ব্যর্থ হয়েছে। আমরা জনগণের দাবির কথা চিন্তা করে এবং যেহেতু মূল স্রোতে আনতে গেলে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিতে হবে। এটার হেফাজতের সাথে কোন সম্পর্ক নাই।'
রাজনৈতিক দর্শনের দিক থেকে হেফাজতের সঙ্গে আওয়ামী লিগের অমিলের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'হেফাজতের রাজনৈতিক দর্শনের সাথে আওয়ামী লিগের কোন প্রশ্নই ওঠে না। আওয়ামী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই ধরণের দলগুলির সাথে আওয়ামী লিগের আঁতাতের কোন প্রশ্নই ওঠে না।'