নোয়াখালীতে বজ্রপাতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এওজবালিয়া ইউনিয়নে দক্ষিণ চরশুল্লাকিয়া গ্রামের বাসিন্দা খুরশিদ আলমের দুই সন্তান লিপি ও শরিফ গরুর ঘাস সংগ্রহ করতে বের হয়। সে সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে তাদের ওপর বজ্রপাত হয়।
এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। নিহত লিপি আক্তার পঞ্চম শ্রেণির ছাত্রী ও তার ভাই শরীফ প্রথম শ্রেণির ছাত্র ছিল।