বান্দরবানে আগাম বৃষ্টিপাত ও ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমের ফলন। এতে লোকসানের আশঙ্কা করছেন পাহাড়ি আম চাষিরা।
জেলার সদর উপজেলার গ্যাস মনিপাড়া, ফারুক পাড়া ও বেতেলপাড়াসহ বিভিন্ন এলাকায় শত শত একর জমির আমবাগানে দেখা দিয়েছে ফলন বিপর্যয়। থোকা থোকা মুকুলে আমের গুটি বাঁধার সময় শুরু হয় ঝড়-বৃষ্টি।
এতে ঝরে যায় অসংখ্য আমের গুটি। সেইসঙ্গে দেখা দেয় বিভিন্ন রোগ-বালাই। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। কৃষি বিভাগ জানায়, গত বছর জেলায় ৪ হাজার ৮শ' হেক্টর জমিতে আমের ফলন হয় ৮২ হাজার টন।