ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে ৫টি গ্রামের অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভোরে সদর উপজেলায় টর্নেডো আঘাত হানে। এতে অসহায় পড়েছেন শত শত পরিবার। এদিকে বিস্তীর্ণ এলাকার পাকা ধানের ক্ষতি হওয়ায় লোকসানের আশংকা করছেন কৃষকরা। এ অবস্থায় দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
কয়েক মিনিটের টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন। মৈন্দ, বাড়িউড়াসহ ৫টি গ্রামের অর্ধশত বসত ঘর বিধ্বস্ত হয়েছে। বাতাসে ঘরের চাল উড়ে গিয়ে মাথা গোজার ঠাঁইটুকুও হারিয়েছে শতশত পরিবার। গাছপালা উপড়ে ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।
শুধু বাড়িঘর নয় পোল্ট্রি খামার বিধ্বস্ত হয়ে মারা গেছে ৫ শতাধিক মুরগী। এছাড়া মাঠের পর মাঠ পাকা ধানের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। ধান কাটার আগেই এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি টর্নেডো বিধ্বস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।