SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

হাতির শুঁড়ে কুমিরের কামড়, তারপর...

Update: 2017-04-20 15:45:00, Published: 2017-04-20 15:45:07
elephant-and-crocodile
প্রকৃতি যেমন অপরূপা, তেমনি নিষ্ঠুর আর ভীতিকর হয়ে ওয়ে প্রকৃতির জীবন। কথায় আছে, একতাই বল। শত্রু যতই শক্তিশালী হোক না কেন একতা থাকলে তাকে যুদ্ধে সহজেই হারানো সম্ভব। সেই একতার জোরেই পরিবারের এক ছোট সদস্যকে কুমিরের আক্রমণ থেকে যে ভাবে বাঁচিয়েছে হাতির দল, সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দক্ষিণ-পূর্ব আফ্রিকার মালওয়ির লিলংওয়ে জাতীয় উদ্যানের ঘটনা।

ভিডিও-তে দেখা যায়, এক দল হাতি ছোট এক জলাশয়ে এসে হাজির হয়েছে। সেই দলে ছোট-বড় মিলিয়ে গোটা দশেক হাতি ছিল। হঠাৎ কথা নেই বার্তা নেই,  ঘাসের আড়াল থেকে এক হিংস্র কুমির একটা শিশু হাতির শুঁড় কামড়ে ধরলো। ধারালো-শক্তিশালী দাঁত ও চোয়াল থেকে কারোরই মুক্তি নেই। আচমকা এমন নিষ্ঠুর আক্রমণের শিকার হয়ে ভয়ে পেয়ে গেলো বাচ্চাটা। অন্য হাতিগুলোও ভড়কে পিছিয়ে যায় কিছুটা। জলের এই অতিশক্তিমান দানবের হাতে বুঝি বাচ্চা হাতিটার প্রাণ গেল!

ভয়ে শুঁড় ছুটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকলো হাতি শাবক। কুমির কি আর ছাড়ার পাত্র? কিন্তু রাজসীক হাতিরাও তো কম নয়। তারা জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান ও সামাজিক প্রাণীদের তালিকায় অবস্থান করছে। ক্ষুব্ধ হাতির সামনে বনের কেউ-ই দাঁড়ায় না। বিশাল আকৃতির এক হাতি এগিয়ে গেলো বাচ্চাটিকে বাঁচাতে। হাতির পা বলে কথা। এর কাছে হার মানলো কুমির। শুঁড়টিকে ছাড়িয়ে নিতে পারলো আক্রান্ত শিশু হাতি।

ডেইলি স্টার জানায়, মালাউয়ির ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে। এক সাফারি বোট থেকে বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট মাকানগা দৃশ্যটি ধারণ করতে সক্ষম হলেন। প্রায় ছয় লাখ বার দেখা হয়ে গেছে ভিডিওটি।Update: 2017-04-20 15:45:00, Published: 2017-04-20 15:45:07

More News
loading...

সর্বশেষ সংবাদ


loading...

Contact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে