ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের মরদেহ ঢাকায় আনা হয়েছে। গতরাত ১২টার দিকে তার মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত হয়ে লাশ গ্রহণ করেন। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। পরে গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে রাতে তার মরদেহ মর্গে রাখা হবে।
আগামীকাল সকালে হেলিকপ্টারে তার মরদেহ নিজ গ্রাম কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নেয়া হবে। সেখানে তৃতীয় দফা জানাজা শেষে আবারও ঢাকায় এনে বনানী কবরস্থানে দাফন করা হবে। ১১ মার্চ ব্রাজিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজারুল কায়েস। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।