বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নবগঠিত কমিটি।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।