সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলো পত্রিকার প্রধান চিত্র সাংবাদিক জিয়াউল ইসলামের অবস্থা আর অবনতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
বুধবার বেলা ১২টায় ব্রিফিং এ চিকিৎসক আরো জানান, জিয়ার শরীরের তাপমাত্রা এবং হৃৎস্পন্দনও ভালো আছে। এছাড়াও শরীরের ভিতরে কোনো সংক্রমণ হয়নি। বর্তমানে জিয়াউলকে অ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
এদিকে, জিয়া আহত হবার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। মঙ্গলবার বিকালে রাজধানীর তেজগাঁওয় মনিপুরি পাড়ার বাসা থেকে কল্যাণকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত।
এর আগে দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা করেন প্রথম আলোর প্রধান নিরাপত্তা ব্যবস্থাপক মেজর অবসরপ্রাপ্ত সাজ্জাদুল কবীর। সোমবার রাত বারোটার দিকে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে বসুন্ধরা সিটির সামনে একটি প্রাইভেটকার পেছন থেকে জিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান তিনি।