'দীপু নাম্বার টু’ ছবির দীপু চরিত্রের অভিনেতা অরুণ সাহা বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় ওকাপিয়া নামের একটি মোবাইলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে।
বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে অরুণ জানান, পড়াশোনার কারণে ‘দীপু নাম্বার টু’র পর আর নিয়মিত অভিনয় করা হয়নি তার। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি খুশি।
মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে মোরশেদুল ইসলামের পরিচালনায় ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দীপুর জীবনের চাওয়া-পাওয়া, হাসি-কান্না, সুখ-দুঃখ তুলে ধরা হয়। ২০ বছর আগে সেই কিশোরের চরিত্রে অভিনয় করেন অরুণ।