আসামি ধরতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যেমে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) বেলা ৫টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের আলী হোসেন নামে একজন পাসপোর্ট বিহীন লোককে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পেট্রাপোল বিএসএফ আটক করে। পরে তাকে পেট্রাপোল থানায় হস্তান্তরের জন্য নিয়ে গাড়িতে উঠানোর সময় কৌশলে দৌড়ে সে বাংলাদেশ পালিয়ে আসে। এরপর তার পিছু পিছু বিএসএফের ৪ সদস্য (২ জন মহিলা ও ২ জন পুরুষ সদস্য) তাকে ধাওয়া করে বাংলাদেশের আনুমানিক ৪০০ গজের ভিতরে পুরাতন ইমিগ্রেশন ভবনে মধ্যে প্রবেশ করে। সাথে সাথে বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের আটকের জন্য অভিযান চালালে তিন বিএসএফ সদস্য কৌশলে পালিয়ে যায়। তবে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের হেড কনস্টেবল চৈতান্যকে বিজিবি সদস্যরা আটক করে।
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে আলী হোসেন।
৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টার সময় বাংলাদেশের ৪৯ ব্যাটালিয়ন এর বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার ও ভারতের ৬৪ বিএসএফর পেট্রাপোল কোম্পানি কমান্ডার পর্যায়ে বেনাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর হেড কনস্টেবল শ্রী চৈতান্যকে হস্তান্তর করা হয়।