নড়াইলে মধুমতি নদীর ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলায় নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ট্রলারে করে মধুমতি নদী ভাঙনের প্রকৃত অবস্থা ঘুরে দেখেন।
নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে ক্ষতিগ্রস্তদের অনেকেই আবেগপ্রবন হয়ে পড়েন। মধুমতির স্রোতে লোহাগড়া, জয়পুর ও শালনগরসহ ছয়টি ইউনিয়নে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। এতে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।