নতুন করে আরও অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা সত্ত্বেও রোববার হেবরনের প্রাণকেন্দ্রে নতুন বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অবৈধ বসতি নির্মাণের পাশাপাশি হেবরনে বেশ কয়েকটি মার্কেট তৈরির কথা জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। তেল আবিবের এ অবৈধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।
দেশটি বলছে, ইসরাইলের বসতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টানোর কারণেই নেতানিয়াহুর সরকার এ ধরনের পদক্ষেপ নেয়ার সাহস পেয়েছে। ১৯৬৭ সালে দখল নেওয়ার পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে প্রায় ১শ' ৪০টি বসতি নির্মাণ করেছে ইসরাইল। তবে এসব বসতির কোনো বৈধতা দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।