উড্ডয়নের পর বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে ৩০০ যাত্রী নিয়ে। বিমানের পেছনে আগুন লাগার পর দ্রুত সেটি অবতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস আর্ন্তজাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, উড়ন্ত উড়োজাহাজটির পেছনে আগুন ধরে যাওয়ার সেই দৃশ্যটি ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ সামাজিকমাধ্যমে ভাইরাল। অনেকেই টুইট করছেন ভিডিওটি।
ভিডিওতে দেখা গেছে, বিমানটির পেছন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আর এর ডান পাশের ডানার পাখার ভেতর দিয়ে আগুনের ফুলকি ঝড়ছে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইন্স এয়ারলাইন্সের ১১৩ নম্বর ফ্লাইট বোয়িং ৭৭৭ লসএঞ্জেলস থেকে ফিলিপাইনের উদ্দেশে রওনা দিয়েছিল। এতে ৩৪৭ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিলেন। উড্ডয়নের কয়েকমিনিট পরই উড়োজাহাজের ইঞ্জিনে আগুন ধরে লাগে।