সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যদি অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নগরীর সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন যে মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা করা হবে সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ও জরিমানা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো ধরণের অসত্য তথ্য, ভুল তথ্য, চরিত্র হনন বা সমাজে অস্থিরতা তৈরি হওয়ার মতো মিথ্যা তথ্য দিয়ে যদি বিভ্রান্তি ছড়ানো হয়, তাহলে সার্ভিস প্রভাইডারকে জরিমানা করার বিধান চালু করেছে তারা। অর্থাৎ ফেসবুক মাধ্যমে যদি কেউ এ ধরনের কাজ করে, তাহলে যে করছে তিনি যেমন দায়ী, যার মাধ্যমে করছে, অর্থাৎ ফেসবুক, তিনিও দায়ী, কারণ তিনি সেই সার্ভিসটা দিচ্ছেন।