শ্রমিকদের গাড়ি বন্ধ না রাখার নির্দেশ শাজাহান খানের
পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। তাই শ্রমিকদের গাড়ি বন্ধ না রাখার নির্দেশ দেন সাবেক এ নৌমন্ত্রী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে এর সংশোধনী আমরা করাব। সুতরাং তারা যেন গাড়ি বন্ধ না রাখে।