সারা দেশে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নিলেও নওগাঁয় আজও অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে বাস চলাচল।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের। কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে দূরপাল্লার বাস সীমিত আকারে চলাচল করছে।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, বিকেলে শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।