উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় এবারো ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্টে’র কার্যক্রম শুরু করেছে ইউনিলিভার বাংলাদেশ। এ প্রজেক্টের আওতায় গত তিন বছরে শীতকালে দেশের ৪ লাখ ৩০ হাজার সুবিধাবঞ্চিত মানুষের হাতে ভ্যাসলিন জার পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার বগুড়ায় এ কার্যক্রমের সচেতনতামূলক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ইউনিলিভারের এ কার্যক্রমের এনজিও পার্টনার টিএমএসএস আলামা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রজেক্টের শুভেচ্ছা দূত অভিনেত্রী বিপাশা হায়াত।
অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদুল ইসলাম ও ব্রিটিশ বিজ্ঞানী সঞ্জন দাস। অনুষ্ঠানে জানানো হয়, ভ্যাসলিন হিলিং প্রজেক্টের মাধ্যমে এবার শীতে প্রায় চার লাখ মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেয়া হবে।