রাজধানীর বনশ্রীতে কাভার্ড ভ্যানচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নিজ বাসার কাছে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি পিষে মারে তাকে। দুর্ঘটনার পর ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেছেন নিহতের ছেলে।
নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের পরপরই আইনের সংশোধন চেয়ে ধর্মঘটের ডাক দেয় ট্রাক কাভার্ড ভ্যান চালক-শ্রমিকরা। দফায় দফায় বৈঠকের পর শ্রমিকদের দাবির মুখে তাদের ৯ দফার মধ্যে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।
ট্রাক-কাভার্ড ভ্যান চালকের ৯ দফা দাবি যখন পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণার দিল সরকার। তার প্রথম সকালেই রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া গতির কাভার্ড ভ্যান কেড়ে নিলো এক জনের প্রাণ।
প্রতিদিনের মত ষাটোর্ধ্ব আনোয়ারা বেগম হাঁটতে বের হয়েছিলেন, বাসায় ফেরার পথে বেপরোয়া কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আবাসিক এলাকার মধ্যে চালকের বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়, তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।