আনুষ্ঠানিক উদ্বোধনের দু'দিন পরেও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি খাদ্য বিভাগ। তালিকা তৈরিতে ধীরগতির কারণে এবারও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে দিনাজপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলার হাট ও ক্রয় কেন্দ্রগুলোতে ধান নিয়ে যান কৃষকরা। কিন্তু সরকারিভাবে সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় বিপাকে পড়েন তারা। বাধ্য হয়েই কমদামে ফড়িয়া ও ব্যবসায়ীদের কাছে ধান বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। একই অবস্থা, গাইবান্ধাসহ উত্তরের অন্যান্য জেলায়ও।
কৃষি কর্মকর্তারা বলছেন, তালিকা প্রস্তুতির কাজ এখনো শেষ না হওয়ায় ধান কেনা সম্ভব হচ্ছে না। কেজিপ্রতি ২৬ টাকা দরে ২০শে নভেম্বর থেকে কৃষক পর্যায় থেকে ধান ক্রয়ের ঘোষণা দিয়েছিলো খাদ্য-বিভাগ।