নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে খায়রুল আনম সেলিম সভাপতি এবং একরামুল করিম চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ জেলা নোয়াখালীতে আওয়ামী লীগের এ সম্মেলনে প্রবেশ নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন অন্তত ৪৭ জন।
সমাবেশস্থলে প্রবেশ নিয়ে জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমর্থকদের সঙ্গে পৌর মেয়র শহিদুল্লাহ খান সোহেলের সমর্থকদের তর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ভাঙচুর করা হয় সম্মেলনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় আহতদের মধ্যে ৪৭ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পেঁয়াজ ও লবণ সংকটের গুজবের জন্য বিএনপি দায়ী।’
পেঁয়াজ, লবণ ও চালের কৃত্রিম সংকট তৈরির গুজবের জন্য বিএনপিকে দায়ী করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে গুজবের রাজনীতি বেছে নিয়েছে। তবে কয়েক দিনের মধ্যে এ সংকট কেটে যাবে।’