পিরোজপুরে ট্রলার ডুবে এক পিইসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার (২০ নভেম্বর) দুপুরে কাউখালীতে সন্ধ্যা নদীতে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ টুম্পা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে তার গ্রামের বাড়ি ফিরছিল।
ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ট্রলার বেঁধে যাত্রী তোলার সময় ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা বাকি যাত্রীকে খুঁজে পাওয়া গেলেও ছোট্ট টুম্পার আর কোনো সন্ধান মেলেনি।