যারা নিয়মকে অনিয়ম বলে ধরে নিচ্ছে তাদের তালিকা দীর্ঘ হচ্ছে। নির্দিষ্ট সংখ্যা না থেকেও এটি দেড়'শ শতাধিক বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, আপনাদের তালিকা বলছে ১৫০। আমি দেড়'শ গতকাল বলেছি, আজকে বলবো এখন এ তালিকায় ১৬৭। এ তালিকায় দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। এতে করে আমরা আশা করছি, দুর্নীতিবাজরা এই তালিকার কথা শুনে তারা ক্ষান্ত দেবেন তাদের দুর্নীতির কাজগুলো।