নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো মঙ্গলবার (১৯ নভেম্বর) টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে ব্রেক্সিট ইস্যুতে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন।
ব্রেক্সিট বাস্তবায়নে ব্যর্থতার পাশাপাশি বরিসের বিরুদ্ধে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএসকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়ার অভিযোগ তোলেন করবিন।
এদিকে ব্রিটেনের অচলবস্থার জন্য লেবার পার্টিকে পাল্টা দায়ী করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিরোধীদল শুধু বিভাজনই তৈরি করেছে। ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে চলমান অস্থিরতা নিরসনের অঙ্গীকার করেন বরিস জনসন।