যুক্তরাজ্যের রেডব্রিজ লিভডেম লোকাল পার্টির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৭টায় স্থানীয় একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলার রিচার্ড হসকিনস। প্রধান অতিথি ছিলেন লর্ড ম্যাকনালী।
শুরুতে বর্তমান কমিটির চেয়ার ক্রিস প্যালেট, সেক্রেটারি ক্রিসপিন ডেভিস এবং ট্রেজারার জিওফ সেফস গত বছরের রিপোর্ট পেশ করেন। রিপোর্টগুলি উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
পরে এক নতুন কমিটি ক্রিস প্যালেটকে চেয়ার করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে ওহিদ উদ্দিনকে রেডব্রিজ লিভডেম লোকাল পার্টির কার্যকরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
প্রধান অতিথি লর্ড ম্যাকনালী বলেন, বৃটেন এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ব্রেকজিট হলে আমাদের অর্থনৈতিক অবস্থা ও দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। সেটা কাটিয়ে দাঁড়ানো কঠিন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে লিভডেম পার্টিকে বিজয় করতে হবে। ইউরোপ ইউনিয়নে আমাদের থাকতে হবে।