কক্সবাজারে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে পেকুয়ার ফরেস্ট অফিস এলাকায় ডাকাত দলের দু'পক্ষের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। আত্ম-রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।