অজ্ঞদের দিয়ে বিজ্ঞ আইন করা হয়েছে। প্রস্তাবিত স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন নিয়ে এমন মন্তব্য করেছেন বিএমএ এর সাবেক সভাপতি রশিদ ই মাহবুব।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন' ২০১৮ এর খসড়া এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় আইনটির বিভিন্ন ধারা তুলে ধরে ব্যাপক সমালোচনা করেন চিকিৎসকরা।
কর্মক্ষেত্রে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা, ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, চিকিৎসকদের নিয়ে গণমাধ্যমে ভুল প্রতিবেদনের বিষয়ে খসড়ায় সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি বলে দাবি চিকিৎসকদের।
ভুল চিকিৎসার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে রোগীরা কোর্টের পরিবর্তে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে যাওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস এর উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার। শিগগিরই খসড়া বেশ কয়েকটি ধারা সংশোধন করে রোগী ও চিকিৎসকদের সুরক্ষায় একটি যুগপোযোগী আইনি তৈরির আহ্বান জানিয়েছেন বক্তারা।