পেঁয়াজের দাম জনগণের নাগালের বাইরে চলে যাওয়ার দায় ব্যবসায়ীদের নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
সেই সঙ্গে আগামী ২ সপ্তাহ মুনাফা না করে কেনা দামে পেঁয়াজ বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন মার্কেট ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
মেয়র খোকন এ সময় পেঁয়াজের লাগামহীন দামের জন্য ব্যবসায়ীদের সমালোচনা করেন।
পাশাপাশি চালের দামও যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে নজর দিতে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন সাঈদ খোকন।