ঘুর্ণিঝড় বুলবুল এর পর এখনও বিদ্যুৎ সংযোগ নেই বরিশালের পাঁচ উপজেলার প্রায় চল্লিশ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহকের। ফলে চরম দুর্ভোগে স্থানীরা। কর্তৃপক্ষ বলছে সরবরাহ স্বাভাবিক করতে বাড়তি লোক নিয়োগ করা হয়েছে।
গত ১০ নভেম্বর দু'দফায় বরিশালের উপর দিয়ে বয়ে যায় ঘুর্ণিঝড় বুলবুল। ৭০ কিলোমিটার গতির ঝড়ে গাছপালা পড়ে পল্লী বিদ্যুতের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে খুঁটি,ছিড়ে গেছে তার। ফলে বিদ্যুৎ সেবা থেকে এখনও বঞ্চিত বরিশালের ৫ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৪০ হাজার গ্রাহক।
তারা বলেন, আমরা খুব বিপদে আছি। তার ছিঁড়ে গেছে, খাম্বা পড়ে গেছে।
শিক্ষার্থীরা বলেন, সামনে আমাদের পরীক্ষা। আমরা পড়াশোনা করতে পারছি না।
গাফিলতির কারণে সংযোগ স্বাভাবিক হতে এতো দেরি বলে মনে করছে নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী।
তিনি বলেন, সরকার যেখানে বারবার বিদ্যুৎ দেয়ার কথা বলছে, সেখানে পল্লীবিদ্যুতের এই গাফিলতি মেনে নিতে পারছি না।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলে দাবি পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. একরামুল হক।
তিনি বলেন, আমাদরে প্রায় ৫০০ খুঁটি ভেঙে গেছে এবং ১০০০ কিলোমিটার তার ছিঁড়ে গেছে। ৮০০ কর্মী মাঠে কাজ করছে। যতো দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি।
বরিশাল পল্লী বিদ্যুৎ-২ এর গ্রাহক আড়াই লাখ। সংযোগ চালু আছে ২ লাখ ১০ হাজার গ্রাহকের। আর পল্লী বিদ্যুৎ-১ এর গ্রাহক ২ লাখ ১৮ হাজার। ৯৯ ভাগ গ্রাহকের বিদ্যুৎ ইতোমধ্যে চালু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।