কলকাতর জনপ্রিয় অভিনেতা দেব প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পায়। এর আগে একই নামে বাংলাদেশেও রোজার ঈদে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ দেখেছেন বাংলাদেশের দর্শক। এবার কলকাতার ছবিটি বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে।
কলকাতার ‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি উপলক্ষে ছবির প্রচারণায় ঢাকায় আসছেন দেব। তার সঙ্গে আসবেন ছবির নায়িকা রুক্মিণী এবং পরিচালক কমলেশ্বর মুখার্জি। বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. বাদল। ‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’।
শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল বলেন, আগামী ২৬ নভেম্বর দেব-রুক্মিণী তাদের ‘পাসওয়ার্ড’ মুক্তির আগে ঢাকায় আসছেন। সবকিছু ঠিক থাকলে ‘মিট দ্য প্রেস’-এ অংশ নেবেন। সঙ্গে থাকবেন পরিচালক কমলেশ্বর মুখার্জি।