পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেলেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটের অতিথিদের স্বাগত জানানো ও বিদায়ী অভ্যর্থনা জানাতে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত থাকেন যিনি, সেই ওয়াসিম খান বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন।
যেখানে তিনি লিখেন, ‘ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইল।’
গত ২৯ অক্টোবর আইসিসি কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। তবে দোষ স্বীকার করায় এক বছরের নিষেধাজ্ঞা কমানো হয়।