ইয়াসিন খান, রহমত মিয়া, রায়হান হাসান ও রিয়াদুর ইসলাম রাফি রক্ষণ রাখলেন জমাট। পোস্টের নিচে আশরাফুল ইসলাম রানাও ছিলেন বিশ্বস্ততার প্রতীক হয়ে। বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক ওমানকে গোলহীন রেখে বিরতিতে গেছে বাংলাদেশ।
সুলতান কাবোস স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। গোলশূন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধ।
গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ওমান শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণে এসে সুবিধে করতে পারেনি। দশম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় বলের নাগাল পাওয়ার আগেই ফিস্ট করে ফিরিয়ে দলকে বিপদমুক্ত রাখেন রানা।
একটু পর জামাল ভূঁইয়ার দূরপাল্লার শট লাফিয়ে উঠে ফেরান ওমানের গোলরক্ষক। গোলশূন্য প্রথমার্ধে রক্ষণ সামলে খেলা বাংলাদেশের উল্লেখ করার মতো আক্রমণও এটি।
প্রথমার্ধের শেষ দিকে আবারও বাংলাদেশের ত্রাতা রানা। সালেহর হেড নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান এই গোলরক্ষক। যোগ করা সময়ে ওমান বেশ চাপ দিলেও সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।