পেঁয়াজের অতিরিক্ত দামের কারণে সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো তৎপর হওয়ার কথা জানিয়েছেন। আর সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পেঁয়াজ আমদানিকারকদের শুল্ক মওকুফ করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় একাদশ সংসদের ৫ম অধিবেশনের শেষ দিন তারা এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, পেঁয়াজের ঝাঁঝ বেশি হয়ে গেছে। বাণিজ্যমন্ত্রী যখন বলেন, পেঁয়াজের দাম একশো টাকার নিচে নামবে না। তখন ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়।
স্পিকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, পেঁয়াজ আমদানি করার পরও কেনো দাম বাড়ছে। পেঁয়াজের দাম বাড়ায় আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যারা পেঁয়াজ আমদানি করে তাদেরকে সুযোগ সুবিধা দেন। আমাদের দেশে কোনো পণ্যের দাম বাড়ে তার উপর ডিউটি কমিয়ে দেই। তেমনি কিছু দিনের জন্য পেঁয়াজ আমদানির উপর ডিউটি ফ্রি করে দেন তাহলে এর একটা প্রভাব পড়বে।