অব্যাহত ব্যাপক বিক্ষোভ আর সহিংসতার মুখে সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে চীনের বিশেষায়িত অঞ্চল হংকং। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার অঞ্চলটির শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হংকংয়ে থাকা চীনা বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দেওয়ার হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে বুধবারও অঞ্চলটির বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়তে বুধবার, তীর-ধনুক, পেট্রোল বোমাসহ এভাবেই হংকংয়ের প্রধান শহরগুলোতে জড়ো হয় গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি অবরোধ করে রাখে শহরের প্রধান সড়কগুলো।
এসময় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা বেশ কয়েকটি স্থাপনায় আগুন জ্বালিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে । পুলিশও পাল্টা টিয়ার সেল এবং রাবার বুলেট ব্যবহার করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার থেকে সব স্কুল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। সেইসঙ্গে যেকোন মূল্যে বিক্ষোভকারীদের দমনে সতর্ক করা হয়। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ার করে বলেছে, সব দাবি মেনে নেওয়া না হলে এবং নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ বন্ধ না করলে, অঞ্চলটিতে থাকা সব বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। একইসঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় তারা।
এর আগে মঙ্গলবার চীনা বিশ্ববিদ্যালয়ে ব্যারিগেট দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।