মাদারীপুরে বাল্যবিয়ে, যৌতুক ও নারী নির্যাতন বন্ধে সচেতনামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে শহরের প্রধান ঈদগাহ্ মাঠ থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আচমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
বাংলাদেশ স্কাউটস মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব হাসান, শিশু কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র ও স্কাউটস জেলা শাখার কমিশনার খালিদ হোসেন ইয়াদ। অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক-রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।