ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আন্তনগর তূর্ণা নিশীথা ও আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনার ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধার করা হলে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি তূর্ণা নিশীথাকে পাশ কাটানোর সময় উদয়ন ট্রেনের অর্ধেক বগি অন্য লাইনে ঢোকার পর বাকি বগিগুলোতে তূর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার রাত ৩টার দিকে ঘটা ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারে কাজ শুরু করে।