হোয়াইটওয়াশ এড়াতে পারল না আফগানিস্তান। শেই হোপের সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরেছে আফগানরা। ফলে ৩-০ তে সিরিজ জিতে নেয় পোলার্ড বাহিনী।
লাখনৌতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি আফগানিস্তান। ১৫ রানে আউট ইব্রাহিম জাদরান। এরপর রহমত শাহ ও ইকরাম বিদায় নেন দ্রুত। চাপে পড়া আফগানরা উদ্ধার পায় হজরতুল্লাহ জাজাই ও আসগরের ব্যাটে।
দু-জনেই তুলে নেন ফিফটি। এছাড়াও মোহাম্মদ নবী আরও একটি অর্ধ শতক হাকালে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৪৯ রান তোলে আফগানিস্তান।
জবাব দিতে নেমে বাজে শুরু করে ওয়েস্ট ইন্ডিজও। এভিন লুইস ও শিরন হেটমায়ার আউট হন শুরুতেই। তবে এক প্রান্তে অবিচল ছিলেন শেই হোপ। ছোট ছোট ইনিংস খেলে তাকে সঙ্গ দিয়েছেন ব্র্যান্ডন কিং, পোলার্ড ও রস্টন চেজ।
হোপের ১০৯ রানের অপরাজিত ইনিংসে আট বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। ম্যাচ সেরা হয়েছেন তিনি। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন রস্টন চেজ।