ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে প্রথম দল হিসেবে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।
আসরের এ গ্রুপে আফগানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওমান। এবারের ইমার্জিং এশিয়া কাপের অন্যতম শক্তিশালী দল আফগানিস্তান। দুই লেগ স্পিনার ছাড়াও ১৫ সদস্যের দলে আছে চার পেসার। তবে,এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি দলের কোন সদস্য।
১৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা। বাকি দুই ম্যাচ ১৬ এবং ১৮ নভেম্বর। প্রতিপক্ষ যথাক্রমে ওমান এবং শ্রীলঙ্কা।