ঢাকায় তৃতীয় দিন শেষে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৩ রানে এগিয়ে দিনশেষ করেছে খুলনা বিভাগ। এক ইনিংসে খুলনার হয়ে একাই এদিন ৭ উইকেট তুলে নিয়েছেন রুবেল হোসেন। বগুড়ায় প্রথম স্তরের আরেক ম্যাচে নাসির হোসেনের সেঞ্চুরির সুবাদে ঢাকা বিভাগের বিপক্ষে ২১২ রানে এগিয়ে দিনশেষ করেছে রংপুর বিভাগ।
এছাড়া, রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটের বিপক্ষে ২০৫ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো। অন্যদিকে, বরিশালে তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচ।
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব হয়তো ঢাকার মানুষ ততটা টের পায়নি। তবে, জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের ম্যাচে তৃতীয় দিন এসে রাজশাহী বিভাগ হারে হারে টের পেয়েছে খুলনার রুবেলের বোলিং তাণ্ডব। রাজশাহীর ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে তাদের প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছেন মাত্র ১৫১ রানে। একাই ৭ উইকেট তুলে নিয়েছেন রুবেল। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪৮ ও ৪৩ রান করেছেন যথাক্রমে সানজামুল ও মিজানুর।
জবাবে, খুলনার শুরুটা খারাপ হলেও, পরে সামলে নেন অমিত ও তুষার। দু'জনেই তুলে নেন ফিফটি। শেষপর্যন্ত অমিতের ৫৯ ও তুষারের ৫৮ রানের সুবাদে ৪ উইকেটে ১৫৪ রানে দিনশেষ করে খুলনা।
এদিকে, বগুড়ায় প্রথম স্তরের আরেক ম্যাচে মাঠে নেমে ঢাকা বিভাগ খুব একটা সুবিধা করতে পারেনি। আগের দিন ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে দিনশুরু করা ঢাকা বিভাগ ২২২ রান করেই প্রথম ইনিংসে গুটিয়ে যায়।.জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে রিশাদ ও সোহরাওয়ার্দির উইকেট হারায় রংপুর। মেহেদি মারুফও উইকেটে খুব একটা থিতু হতে পারেননি। পরে অবশ্য নাসির শতক তুলে দলকে ভালো স্কোরের পথে এগিয়ে নেন। তাকে সঙ্গ দেন নাইম ইসলাম, আরিফুলরা। ১০৪ রান করে অপরাজিত আছেন নাসির। ৫ উইকেট হারিয়ে ২০০ রানে দিনশেষ করেছে রংপুর।
অন্যদিকে, রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিনশুরু করা সিলেট বিভাগ তেমন একটা সুবিধা করতে পারেনি। আগের দিনের ৩২২ রানের সঙ্গে মাত্র ২৯ রান যোগ করে ৩৫১ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় তারা। এদিন তুষার ইমরানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অলক কাপালি।.জবাবে, ঢাকা মেট্রো আজমিরের ৮০, মার্শাল আইয়ুবের অপরাজিত ৭৩ ও শামসুরের ৩৭ রানে ভর করে ২৪৫ রানে দিনশেষ করেছে। ৪র্থ দিন ৬ উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামবে ঢাকা মেট্রো।
এদিকে, বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি বরিশাল ও চট্টগ্রামের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচ।