এই সপ্তাহের প্রথম লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের মতো বেড়েছে। চট্টগ্রামে বেড়েছে ৩৭ পয়েন্টের বেশি। সোমবার ঢাকায় ২৯৬ কোটি ৬৩ লাখা টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন লেনদেনের অংক ছিল ৩৬৭ কোটি টাকা।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ( সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২০ দশমিক ৩৮ পয়েন্টে।
লেনদেনে অংশ নিয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১০৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।