ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। এছাড়া ঝড়ে ৪ থেকে ৫ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
রোববার (১০ নভেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এনামুর রহমান আরও বলেন, উপকূলীয় ১৪ জেলায় ত্রাণ সামগ্রী পাঠিয়ে আগাম ব্যবস্থা নিয়েছিল সরকার। এখন পর্যন্ত খুলনা ও পটুয়াখালীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে সরকার। বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, এখন পর্যন্ত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। সেখানে ঘড়-বাড়ি আংশিক ভেঙেছে ৮৫টি। পানি প্রবাহিত হচ্ছে বেড়িবাঁধের ওপর দিয়ে।
তিনি বলেন, সুন্দরবনের যত্নে আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ নিতে হবে।