নতুন সরকার গঠনে ব্যর্থতা স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর জোট সরকার গঠন করতেও ব্যর্থ হলেন তিনি। ফলে এবারে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির বেনি গান্টজ সরকার গঠনের সুযোগ পেতে যাচ্ছে। সরকার গঠন করতে তার হাতে ২৮দিন সময় থাকবে।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর ইহুদিবাদী লিকুদ পার্টি ৩২টি আসনে জয় পায়। আর সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ-এর নেতৃত্বাধীন মধ্য বামপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পায় ৩৩ আসন। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠন করতে অন্তত ৬১ আসন পাওয়ার বাধ্যবাধকতা থাকায় প্রেসিডেন্ট রুভেন রিভলিন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জোট সরকার গঠনের আমন্ত্রণ জানান।
জোট সরকার গঠন করতে গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন নেতানিয়াহু। সোমবার জোট গঠনের পরিকল্পনা বাদ দেওয়ার ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন, জোট সরকার গড়তে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি।
নেতানিয়াহু ব্যর্থতা স্বীকারের পর গান্টজকে নতুন জোট গড়তে ২৮ দিন সময় বেঁধে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। ৩৩ আসন পাওয়া ব্লু অ্যান্ড হোয়াইট পার্টিকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি আরব আইনপ্রণেতারা। তবে তা সত্ত্বেও এখনও সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন পূর্ণ করতে ১২টিরও বেশি আসন কম পড়ছে তাদের। গান্টজ সরকার গঠনে ব্যর্থ হলে নতুন করে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।