গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো।
সোমবার দেশটির প্রধান প্রধান সংবাদপত্র প্রথম পাতা কালো রেখেছে। এছাড়া ডান পাশে লাল রঙের একটি সিল মারা হয়েছে, যার মধ্যে লেখা 'গোপনীয়'।
সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সীমিত করে সম্প্রতি এক আইনের প্রতিবাদে অভিনব এ উদ্যোগ নিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে সংবাদপত্রের ইতিহাসে এমন ঘটনা বিরল। প্রতিবাদ শুধু পত্রিকার পাতাতেই সীমাবদ্ধ থাকেনি, রেডিও, টেলিভিশনেও ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার সাংবাদিকরা দাবি করেছেন, সরকার তাদের অধিকার হরণ করছে।