দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারের অভিযানে দুর্নীতি দমন কমিশন সহযোগিতা করে যাবে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।
সোমবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর শাহ আলম বীর উত্তম মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের বিরুদ্ধে ওঠা ৬৮টি অভিযোগের বেশ কিছু অভিযোগ নিয়ে গণশুনানি হয়। এতে রাজস্ব, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে অনিয়মের প্রশ্ন করা হলে, জবাব দেন মেয়র ও কর্মকর্তারা।