বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে বিয়ে করেছেন সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ বাস্তবে নয় চলচ্চিত্রে তাদের বিয়ে হয়েছে।
সম্প্রতি একটি কমেডি সিনেমায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন। ছবিটির নাম ‘মতিচুর চাকনাচুর’। শুক্রবার এই ছবির ট্রেলার ও শনিবার পোস্টার প্রকাশিত হয়েছে।
সিনেমাটিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। ‘মতিচুর চাকনাচুর’ সিনেমার ট্রেলারে নওয়াজ-আথিয়াকে বিয়ের সাজে দেখা যায়। এদিকে সিনেমার পোস্টার টুইটারে শেয়ার করেছেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।
দেবমিত্র বিসওয়াল পরিচালিত মতিচুর চাকনাচুর' সিনেমাটি নির্মিত হয়েছে ভায়াকম ১৮ স্টুডিওসের ব্যানারে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বিভা চিবার, নবনী পরিহার, বিবেক মিশ্র, করুণা পাণ্ডে প্রমুখ। সিনেমাটিতে দেখা যাবে সানি লিওনকেও।