চতুর্থ ধাপে স্থগিত হওয়া নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শনিবার (১২ অক্টোবর) শেষ দিনের প্রচারণা চালান বিভিন্ন দলের প্রার্থীরা।
শেষ দিনের প্রচারণায় অংশ নেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুন নাহার শিউলি ও আনারস প্রতীকের প্রার্থী আলা বক্স টিটু। এ সময় পথসভায় অংশ নিয়ে ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তারা।
১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।