আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর যৌথ অভিযানে আল-কায়েদার এক শীর্ষ নেতা নিহত হয়েছে। অসিম ওমর নামে ওই নেতা সংগঠনটির দক্ষিণ এশীয় প্রধান ছিলেন।
মঙ্গলবার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা দফতর নিহতের খবর প্রকাশ করেছে। তবে আল কায়েদার তরফ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।
মঙ্গলবার টুইটারে প্রকাশিত আফগান সরকার এক বিবৃতিতে জানায়, তালেবানদের শক্ত অবস্থান মুসা কালা জেলার একটি ঘাঁটিতে যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানে অসিম ওমরের সঙ্গে আল কায়েদার আরও ছয় সদস্য নিহত হয়।
বিবৃতির পাশাপাশি অসিম ওমরের জীবিত ও মৃত অবস্থার দুটি ছবি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।