শিরিন শিলাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা রাজু চৌধুরী সম্রাট। সিনেমাটির নাম ‘এক মিনিট’। ২০১৫ সালের ২০ এপ্রিল সাভারে ডিপজলের বাড়িতে মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি।
জানা গেছে, ছবির ৩০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে এরপর আর ছবির কাজের কোনও অগ্রগতি হয়নি। দীর্ঘ চার বছর কেটে গেলেও শেষ করা সম্ভব হয়নি বাকি কাজ।
নির্মাতাও আর সিনেমাটির কাজের অগ্রগতি দেখছেন না। তিনি মনে করেন এ ছবি হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে রাজু চৌধুরী বলেন, ‘সিনেমাটির ৩০ শতাংশ কাজ শেষ করেছি, এরপর আর কাজ করা হয়নি। শিল্পী বাছাইয়ের বিষয় নিয়ে প্রযোজকের সঙ্গে মতের অমিল হয়। এই জটিলতার কারণে সিনেমাটির কাজ আর হচ্ছে না। ছবিটি নিয়ে আর কোনও আশা দেখছি না।’
সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন তানভীর তনু, অর্পণ সাঈদ, তিথী, ইভানা, অমিত হাসান, মিজু আহমেদ, শিবা সানু ও ডি জে সোহেলসহ আরো অনেকে।