মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
আপডেট
২২-০৯-২০১৯, ১৮:৫৫

৬০ বছর ধরে মঙ্গলসহ ৩ গ্রহে নিখোঁজ-আত্মহত্যা-মৃত্যু!

mars
একের পর এক ‘মৃত্যু’! ‘নিরুদ্দেশ’ হয়ে যাওয়ার ঘটনা। এমনকী, ‘আত্মহত্যা’ও! চাঁদ, বুধ, মঙ্গল, শনি গ্রহে! ৬০ বছর ধরেই চলেছে সেই ‘মিছিল’। সেই ‘মিছিলের মুখ’গুলির মধ্যে রয়েছে রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন), আমেরিকা, জাপান, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা), চীন, ইসরায়েল। হালে সেই মিছিলে ঢুকে পড়ল আরও একটি মুখ। ভারত। চন্দ্রযান-২-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর দৌলতে।

চাঁদ, বুধ, মঙ্গল, শনিতে ‘মৃত্যু’ ও ‘আত্মহত্যা’র ঘটনার সূত্রপাত হয় ১৯৫৯ সালে। ৬০ বছর আগে। সেই ঘটনাও ঘটেছিল সেপ্টেম্বরেই। ১৩ তারিখে।

প্রথম নিখোঁজের নাম ‘লুনা-১’!

জানুয়ারিতে রওনা হওয়া রুশ মহাকাশযান ‘লুনাক’ বা ‘লুনা-১’ চাঁদে পৌঁছতে গিয়ে পা হড়কেছিল। চাঁদের কক্ষপথে ঢুকতে না পেরে হারিয়ে গিয়েছিল এই সৌরমণ্ডলেই। বিজ্ঞানীরা এখনও পাননি লুনা-১-এর হদিশ। ৬০ বছর কেটে গেছে, রুশ লুনা-১ এখনও নিরুদ্দেশ। বিজ্ঞানীদের বিশ্বাস, সেই হারিয়ে যাওয়া লুনা-১ এখনও প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে।

তার ঠিক আট মাস পর, সেই ১৯৫৯-এই নামার সময় গতি সামলাতে না পেরে চাঁদের বুকেই মরণ ঝাঁপ মেরেছিল আরও একটি রুশ মহাকাশযান ‘লুনা-২’। তবে সেটি চাঁদের কক্ষপথে ঢুকে পড়তে পেরেছিল। সেটাই ছিল কোনো একটি মহাজাগতিক বস্তু থেকে অন্য একটি মহাজাগতিক বস্তুতে সভ্যতার প্রথম অনুপ্রবেশ।

চাঁদে যেখানে রয়েছে বিক্রম। গত ১৭ সেপ্টেম্বর প্রদক্ষিণের সময় জায়গাটিকে চিহ্নিত (হলুদ দাগ) করেছে নাসার ‘এলআরও’।


তবে তা সে নিরুদ্দেশ হওয়াই বলা হোক বা মৃত্যু অথবা আত্মহত্যা, প্রতিটি ঘটনা থেকেই শিক্ষা নিয়েছে নাসা, ইসা, জাপান স্পেস এজেন্সি বা ‘জাক্সা’। প্রতিটি ঘটনাই মহাকাশবিজ্ঞান ও প্রযুক্তির গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এগিয়ে নিয়ে গিয়েছে। এমনকী, কখনও কখনও জানা যায়নি মহাকাশযানগুলির সেই সব মৃত্যু ও আত্মহত্যার ঘটনাগুলি চাঁদ মুলুকে ঠিক কোথায় কোথায় ঘটেছে।

চাঁদে শুরু হল মৃত্যু-আত্মহত্যা!

১৯৬৯-এর ২০ জুলাই দুই মার্কিন মহাকাশচারী নিল আর্মস্ট্রং ও বাজ (এডুইন) অলড্রিন চাঁদের বুকে পা ছোঁয়ানোর কয়েক মাস আগে এক বার ‘ড্রেস রিহার্সাল’ চালিয়েছিল নাসা। অ্যাপোলো-১০ মহাকাশযান পাঠিয়ে। কীভাবে নভশ্চরদের নামানো হবে, তা পরখ করে দেখতে সেই মার্কিন মহাকাশযান থেকে একটি অংশকে চাঁদের বুকে আছড়ে ফেলা হয়েছিল। যা কার্যত ছিল একটি ‘মুন ইমপ্যাক্ট প্রোব’। তার নাম ছিল ‘স্নুপি’।

তার পর চাঁদের বুকে ‘আত্মহত্যা’র আরও একটি ঘটনা ঘটেছিল। অ্যাপোলো-১১ অভিযানের মহাকাশচারীরা ফিরে আসার পর অরবিটার থেকে চাঁদের বুকে আছড়ে ফেলা হয়েছিল লুনার মডিউল ‘ইগল’কে। কতটা কেঁপে উঠতে পারে আমাদের উপগ্রহ, আছড়ে ফেললে তার বুক থেকে লাফিয়ে কতটা উঁচুতে উঠতে পারে কোনো লুনার মডিউল বা তার টুকরো টাকরা, তা বুঝতে ৬টি অ্যাপোলো মিশনের বেশ কিছু যন্ত্রপাতি ও সেই সব অভিযানে ব্যবহৃত রকেটগুলির বাতিল অংশগুলিকে আছড়ে ফেলা হয়েছিল চাঁদে।

মঙ্গল ছুঁতে গিয়েও আছড়ে পড়ার ধাক্কাটা প্রথম সইতে হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকেই। ১৯৭১ সালে। মঙ্গলে ঢুকতে গিয়েছিল সোভিয়েতের ‘মার্স-২’ ল্যান্ডার মহাকাশযান। কিন্তু নামার সময় গতি সামলাতে না পেরে লাল গ্রহের বুকে আছড়ে পড়ে সেই সোভিয়েত ল্যান্ডার।

তারপরেই মঙ্গল মুলুকে ঘটে নাসার একটি মহাকাশযানের মৃত্যুর ঘটনা। সেটা ১৯৯৯ সাল। সেই দুর্ঘটনার জন্য কোনও দায় ছিল না নাসার মঙ্গলযান ‘মার্স ক্লাইমেট অরবিটার’ (এমসিও)। যাবতীয় দোষ ছিল নাসার গ্রাউন্ড কন্ট্রোল রুমের। সেখান থেকে ‘কম্যান্ড’ দেওয়ার সময় ইংরেজি ও মেট্রিক পদ্ধতির এককের মধ্যে হয়ে গিয়েছিল ব্যাপক গন্ডগোল।

সেই বছরেরই শেষের দিকে আবার মঙ্গল মুলুকে গিয়ে মৃত্যু হয় একটি মার্কিন মহাকাশযানের। তার নাম ছিল, ‘মার্স পোলার ল্যান্ডার’ (এমপিএল)। অবতরণের সময় যতটা আগে তার ইঞ্জিন বন্ধ হওয়ার কথা ছিল ‘সফ্‌ট ল্যান্ডিং’-এর, তা হয়নি। ফলে, হুড়মুড়িয়ে মঙ্গলের রুখুসুখু লাল মাটিতে মুখ থুবড়ে পড়েছিল নাসার সেই ল্যান্ডার।

মাঝখানে বেশ কয়েকটা বছরের ব্যবধান। সেটা ২০১২। মঙ্গলের মাটি কেমন, বুঝতে নাসা রোভার পাঠাল লাল গ্রহে। ‘মিস কিউরিওসিটি’।

মঙ্গলে আত্মঘাতী হল ‘স্কাই ক্রেন’

তার পর মহাকাশযানের যে অংশটি থেকে কার্যত ছুঁড়ে ফেলে মঙ্গলের মাটিতে নামানো  হয়েছিল কিউরিওসিটি-কে, সেই ‘স্কাই ক্রেন’ অংশটিকে ইচ্ছা করেই লাল গ্রহের মাটিতে আছড়ে ফেল নষ্ট করেছিল নাসা। কাজে লাগবে না বলে। যাকে কাজে লাগবে না তাকে জ্বালানি খরচ করে পৃথিবীতে ফিরিয়ে আনার চেয়ে মহাকাশেই নষ্ট করা ভাল।

তাই ‘স্কাই ক্রেন’-কে আত্মঘাতী হয়েছিল! আজ থেকে সাত বছর আগে, লাল গ্রহের বুকে। আরে সেটা এতটাই গতিবেগে গিয়ে আছড়ে পড়েছিল, যে তার অভিঘাতে লাল গ্রহের বুকে তৈরি হয়েছিল বিশাল একটি গহ্বর। কালো রঙের সেই গহ্বর এখনও দেখা যায় মঙ্গলের কক্ষপথ থেকে।

মৃত্যু-মিছিলে রয়েছে আরও আরও মুখ!

সেখানেই শেষ নয়। মৃত্যু-মিছিলে রয়েছে আরও কয়েকটি মুখ! যেমন, ২০১৬-য় মঙ্গলে ‘পালকের ছোঁয়া’য় নামতে গিয়ে গতি সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়েছিল ইউরোপিয়ান স্পেস (ইসা) ও রুশ স্পেস এজেন্সির (রসকসমস) যৌথ উদ্যোগে পাঠানো ‘স্কিয়াপ্যারেলি’ ল্যান্ডার। তার ফলে, লাল় গ্রহের পিঠে তৈরি হয়েছিল আরও একটি ‘কলঙ্ক’। কালো দাগ।

শুক্রেও মৃত্যু, আত্মহত্যা...একের পর এক!

হ্যাঁ, পৃথিবীর ‘যমজ বোন’ শুক্রেও ঘটেছে মহাকাশযানের মৃত্যুর ঘটনা। সেখানেও প্রথম নামটি সোভিয়েত মহাকাশযানের। গত শতাব্দীর ছয়, সাত ও আটের দশকে শুক্রে বেশ কয়েকটি মহাকাশযান পাঠিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’। কিন্তু আজ থেকে ৫৩ বছর আগে, ১৯৬৬ সালে শুক্রে আছড়ে পড়ে সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান ‘ভেনাস-৩’।

মৃত্যু, আত্মহত্যার ঘটনা শুক্রেও!

আরও ২০ বছর পর ফের আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটে শুক্রের মুলুকে। অভিযান সফল হওয়ার পর জ্বালানি খরচ করে আর পৃথিবীতে ফিরিয়ে এনে কী হবে, সেই ভাবনা থেকেই শুক্রের বায়ুমণ্ডলে ইচ্ছা করে ঢুকিয়ে মহাকাশযান ‘ভেনাস এক্সপ্রেস’কে পুড়ে মরতে বাধ্য করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইসা।

বুধে মৃত্যু হয়েছিল বার্তাবাহকের!

বিপত্তি ঘটেছে এই সৌরমণ্ডলে সূর্যের সবেচেয়ে কাছে থাকা গ্রহটির মুলুকে গিয়েও। বুধের কক্ষপথে ঘুরতে ঘুরতে জ্বালানি ফুরিয়ে গিয়েছিল নাসার ‘মেসেঞ্জার’ মহাকাশযানের। ২০১৫-য় তাকে জোরালো অভিকর্ষ বলের টানে টেনে আছড়ে মারে বুধ। তার উত্তর মেরুতে। যেখানে আছড়ে পড়ে মৃত্যু হয়েছিল ‘মেসেঞ্জারে’র, সেই ছবিও গ্রাউন্ড কন্ট্রোল রুমে পাঠিয়ে গিয়েছিল নাসার মহাকাশযান।

গ্রহাণুতে আত্মঘাতী ‘নিয়ার শুমেকার’

গ্রহাণুও বা বাদ যাবে কেন? তাকে চেনা, জানার কৌতূহলেরও মাসুল গুনতে হয়েছে সভ্যতাকে। ২০০১ সালে প্রথম কোনও গ্রহাণুতে পা ছুঁইয়েছিল সভ্যতা। গ্রহাণু ‘৪৩৩ ইরস’-এ পৌঁছেছিল নাসার যান ‘নিয়ার শুমেকার’। কিন্তু পা ছোঁয়ানোর পর অরবিটারে তার রেডিও সিগন্যাল পাঠানোর কাজটা শেষ করে উঠতে পারেনি ‘নিয়ার শুমেকার’। তার মৃত্যু হয়েছিল।

হ্যাঁ, ধূমকেতুতেও আত্মঘাতী হয়েছে আমাদের পাঠানো মহাকাশযান। আজ থেকে ১৪ বছর আগে, ২০০৫-এ। নাসার ‘ডিপ ইমপ্যাক্ট’ মহাকাশযানকে ইচ্ছা করেই আছড়ে ফেলা হয়েছিল ধূমকেতু ‘৯পি/টেম্পল-১’-এর পিঠে। তার পিঠটা কেমন, তা বুঝতে।

মৃত্যুর ঘটনা ধূমকেতুতেও

বছর পাঁচেক আগেকার ঘটনা। ধূমকেতু ‘৬৭পি/চুরিয়ামোভ-গেরাশিমেঙ্কো’র পিঠে ‘রোসেটা’ মহাকাশযান থেকে ‘ফিলি’ ল্যান্ডার নামিয়েছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি। কিন্তু নামার পর নিখোঁজ, নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সেই ল্যান্ডার। তন্নতন্ন তল্লাশির পর বছরদু’য়েক আগে অবশ্য খোঁজ মেলে সেই ল্যান্ডারের। কিন্তু তখন আর তার কোনও প্রাণ ছিল না।

ধূমকেতু ‘৬৭পি/চুরিয়ামোভ-গেরাশিমেঙ্কো’র পিঠে নেমে যেখানে হারিয়ে যায় ‘ফিলি’ ল্যান্ডার। ২০১৪-য়।

প্রাণ গিয়েছিল বৃহস্পতিতে!

বৃহস্পতি ছাড়িয়ে আমাদের সৌরমণ্ডলের বাইরের দিকে যেতে গিয়ে জ্বলেপুড়ে মহাকাশযানের মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিক বার। বৃহস্পতির বায়ুমণ্ডলে ঢুকে জ্বলেপুড়ে খাক হয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল নাসার ‘গ্যালিলিও’ মহাকাশযান। ২০০৩ সালে।

শনিতে ঝাঁপ মেরেছিল ‘ক্যাসিনি’

আর বছরদু’য়েক আগে শনির বলয়গুলিকে বাঁচানোর জন্য এই সৌরমণ্ডলের সুন্দরতম গ্রহের বায়ুমণ্ডলে ঝাঁপ মেরে আত্মঘাতী হয়েছিল নাসার মহাকাশযান ‘ক্যাসিনি’।
DMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ
কাঠালবাগানে পথশিশু ও বয়স্কদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ জেদ্দায় কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কুয়েত থেকে চট্টগ্রামে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালয়েশিয়ায় নানা অনুষ্ঠান মা ইলিশ রক্ষায় নদীতে প্রচারণা ষ্টেজ ফর ইয়ুথের কমিটি ঘোষণা সন্দ্বীপে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার গোপালগঞ্জে হাত-পা বেঁধে নদীতে ফেলে যুবককে হত্যার অভিযোগ বালিশকাণ্ড: গণপূর্ত অধিদপ্তরের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলন্ত বাইকে সন্তান প্রসব! কুড়িগ্রাম-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু বুধবার দুস্থ শিল্পীদের আনাগোনা বাড়ছে এফডিসিতে বন্ধুকে খুন করতে গিয়ে নিজেই খুন! অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক: মিম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৩তম জন্মবার্ষিকী বুধবার মানবশিশুকে পশুর কৃমিনাশক! ড্র’তেই উল্লাস ভারতীয়দের কয়লাখনি দুর্নীতি: সাবেক এমডিসহ ২৩ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা ভারতের বিপক্ষে কোচের চাওয়াই পূরণ হলো ‘সাদাত র‌্যাগিংয়ের শিকার, তবে দোষ প্রমাণিত হলে কিছুই বলার নেই’ পাকিস্তানকে আর এক ফোঁটাও পানি দেবেন না মোদি ভাড়ায় ভ্যান চালাচ্ছেন সাবেক ক্রিকেটার! রোনালদোর ৭০০, সামনে কেবল ৫ জন টি-টোয়েন্টি খেলবেন টেন্ডুলকার-লারা-শেবাগ ভারতের কাছে টাইব্রেকারে কিশোরীদের শিরোপা হাতছাড়া ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ ‘প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনকে খুন করে বাবা-চাচা’ ৬ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান উবারে আবারো ৩৫০ কর্মী ছাঁটাই 'দেশে আদালত আছে বিচার নাই' র‌্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ শিল্পী সমিতি নির্বাচন স্থগিতে লিগ্যাল নোটিশ ফরিদপুরে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা যেসব ডিভাইসে আর চলবে না নেটফ্লিক্স 'হিংস্র' উৎসব আর সমৃদ্ধ ঐতিহ্যের দেশ স্পেন চলচ্চিত্রে আগ্রহী মিয়ামি ‘বাবার কোলেই তুহিনকে জবাই করে চাচা’ (ভিডিও) যে একাদশ নিয়ে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ যুবককে অর্ধনগ্ন করে তরুণীদের নির্মমতা (ভিডিও) যে দেশের মানুষ এটিএম বুথ চেনে না, সিমকার্ড সোনার হরিণ ‘অভিমান ভুলে চলচ্চিত্রের স্বার্থেই প্রত্যেকেই এগিয়ে আসতে হবে’ এর আগে যেসব দম্পতি একসঙ্গে নোবেল পেয়েছেন রক্ত ঢেলে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ ‘কারাগারে আসামি অনিককে পেটানোর খবর মিথ্যা’ ২০ লাখ টাকার মুকুট দেখল মিস ইউনিভার্স বাংলাদেশের ১০ প্রতিযোগী ‘খুনিদের সঙ্গে একাডেমিক কার্যক্রম শেয়ার করবো না’ ঘরে ঘরে বিদ্যুৎ কিন্তু লোডশেডিং যায়নি: মেনন ঘুম কম হলে যা করবেন ফেসবুকের বিরুদ্ধে ‘লোগো’ নকলের অভিযোগ জাপানি স্বাদে চিংড়ি রাঁধবেন যেভাবে বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্দিক হাসপাতালে চুরি যাওয়া শিশু ১১ দিন পর উদ্ধার কলকাতায় বাংলাদেশি ফুটবলপ্রেমীদের ভিড় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক এক নজরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ মিয়ামি শিকল দিয়ে গোয়াল ঘরে মাকে বেঁধে রেখেছিলেন সন্তানরা! প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বুয়েট শিক্ষার্থীরা গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ডে সন্তুষ্ট এলাকাবাসী তুরস্কের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের তিন বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ২ বিক্ষোভে উত্তাল বার্সেলোনা এবার উবারে চড়বে পশু বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ নৌকাডুবিতে নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার পিরোজপুরে দ্বিতীয় দিনের ধর্মঘটে পরিবহন শ্রমিকরা খাগড়াছড়িতে কঠিন চীবরদান উৎসব শুরু ব্যাচেলরদের সহায়তায় ‘সুপার হোস্টেল বিডি’ শিশু তুহিন হত্যায় বাবা ও দুই চাচা রিমান্ডে বিকিনি পরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে তরুণী আটক দক্ষিণে বৃষ্টি, উত্তরে কুয়াশা সমালোচনার মুখে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক বেসিস জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড পেল জেনেক্স ইনফোসিস নিষেধাজ্ঞার মধ্যে মাছ ধরায় দেড় শতাধিক জেলের কারাদণ্ড বিরোধীদের সমালোচনার নিন্দা জানালেন মোদি লণ্ডভণ্ড জাপানে চলছে উদ্ধার অভিযান মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিতের ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের ‘বাংলাদেশি ও পাকিস্তানিদের ভারতছাড়া করাই এনআরসির লক্ষ্য’ কোটচাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকি আবরার হত্যায় ছাত্রলীগ জড়িত থাকায় সরকার বিব্রত: কাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেল খেটেছিলেন নোবেলজয়ী অভিজিৎ বৈশ্বিক অর্থনীতির ৯ খাতে পিছিয়েছে বাংলাদেশ মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ অবশেষে ক্রিকেটের সেই অদ্ভূত নিয়ম বাতিল ফরিদপুরে ইলিশ ধরার দায়ে ৬০ জেলেকে কারাদণ্ড ‘সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসেও ঢাকা কলেজে পড়বে না ফায়াজ’ ট্রলার থেকে পড়ে মৃগী রোগী নিখোঁজ ‘সলিল চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন গীতিকার সুজন হাজং দিনাজপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত আবরার হত্যা: বুয়েটের কাছে ক্ষতিপূরণের রিটে বিব্রত হাইকোর্ট ‘অভিজিতের নোবেল জয় অপ্রত্যাশিত প্রাপ্তি’ ছাত্র রাজনীতি বন্ধ নয়: প্রয়োজন পরিচ্ছন্নতা এবং জবাবদিহিতা ঢাকা কলেজ ছাড়লো আবরারের ছোট ভাই যৌথভাবে বুকার পুরস্কার পেলেন এভারইসটো-অটউড আবারও ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন ফিল সিমন্স ইমরানের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠকে বসবে সৌদি-ইরান! ভারত সফরের দল ঘোষণা ২০ অক্টোবর ‘জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান’ ধানক্ষেতে কাঁদছিল ফুটফুটে নবজাতক!
আরও সংবাদ...
মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ডলারের গুদাম! ভক্তের কথায় শ্রীলেখার ‘নগ্ন’ ভিডিও প্রকাশ ক্যাসিনোতে ৪ নায়িকা: যা বলছে শিল্পী সমিতি মিন্নি-নয়নের নগ্ন ভিডিও ধারণ! টাকার অভাবে ইমরানকে ছেড়ে গেলেন স্ত্রী গরম পানিতে লেবু, ডেকে আনে ক্ষতি বিকিনি পরা ছবি প্রকাশ সানাইয়ের, ফেসবুকে সমালোচনা শামীমের হাতে ৫০ মডেল-নায়িকার তালিকা! সন্তানের বাবা ভিপি নুর! ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবিন খুলে নেয়া হয়েছে প্রিয়াঙ্কার লাইফ সাপোর্ট নায়ক ফারদিনকে নিয়ে 'অদ্ভুত' তথ্য দিলেন রানু মন্ডল বিলাসী জীবনযাপন ছিল শোভন-রাব্বানীর লালবাগ কেল্লার রহস্যময় 'মানুষ খেকো' সুড়ঙ্গ সালমানের সঙ্গে ‘বিয়ের ছবি’ প্রকাশ করলেন জেসিয়া যুবককে তুলে নিয়ে গণবলাৎকার, হাসপাতালে ভর্তি! যা বললেন ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত ৪ নায়িকা ফকিরের অ্যাকাউন্টে সাড়ে ৭ কোটি ছাত্রদলের নতুন সভাপতি খোকনের পরিচয় গান গাইতে ঢাকায় আসছেন রানু মণ্ডল ২০০ পুরুষকে জোর করে বিছানায় নিয়ে ধরা নারী ব্যাংকার কখনও আর এক হওয়ার সম্ভাবনা নেই: মিথিলা জন্মদিনে ঘনিষ্ঠ মিথিলা-সৃজিত, বিয়ের গুঞ্জন লতা মঙ্গেশকরের বক্তব্যের জবাব দিলেন রানু মন্ডল ক্যাসিনোর ধাক্কা শাকিব-নুসরাতের গায়ে আব্রামকে চুমু দিয়েই উড়াল দিলেন শাকিব খান এক সময়ের হিট নায়িকার করুণ পরিণতি, এইডসে মৃত্যু ৩৫ বস্তা কুচি টাকার রহস্য উন্মোচন সুতপার কণ্ঠ ঈশ্বর প্রদত্ত, বিস্ময়কর: কুমার বিশ্বজিৎ (ভিডিও) আবরার হত্যায় দায় ছাত্রলীগের নয় : রাব্বানী আবরার হত্যার আসামি ছেলে, দিশেহারা ভ্যানচালক বাবা আবরার হত্যার নতুন ভিডিও ভাইরাল (ভিডিও) কোনো হেলমেটই ঢোকে না মাথায়, জরিমানাও মাফ এক ধাক্কায় পেঁয়াজের দাম কমল ৩৫ টাকা শাকিব খানের নায়িকা নারগিস ফাখরি! যুক্তরাষ্ট্রে নোবেলের বাজিমাত, উপচে পড়া ভিড় (ভিডিও) বলিউড অভিনেত্রীর পানিতে সন্তান জন্ম (ভিডিও) হবু বরের সাবেক স্ত্রীকে নিয়ে বিপাকে সানাই (ভিডিও) নাক দিয়ে মাথায় অ্যামিবা, মস্তিষ্ক খেয়ে ফেলায় শিশুর মৃত্যু শাশুড়িকে শ্লীলতাহানি করার অভিযোগ অক্ষয়ের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছিলো না, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিছানায় যাওয়ার আগে পুরুষকে যা করতে বললেন অভিনেত্রী পায়েল এবার সানাইয়ের ‘নগ্ন বক্ষ’র ছবি মোদি-ট্রাম্পের সভায় ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল অমিত সাহার সমর্থন করে ক্ষমাপ্রার্থী সহপাঠীরা মিন্নি-নয়নের কথিত ‘নগ্ন ভিডিও’ ছড়িয়েছে পর্নসাইটে! মেহেরপুরে যাত্রী নিয়ে বরের বাড়ি বিয়ে করতে গেলেন তরুণী একের পর এক 'মিথ্যা' বলার কারণ জানালেন অপু বিশ্বাস যৌন মিলনে অসতর্কতা, বারান্দা থেকে পড়ে দম্পতির মৃত্যু জনপ্রিয়তা পেতে উবার চালানোর নাটক করেছেন সেই উপজেলা চেয়ারম্যান
আরও সংবাদ...


somoytv subscribe
সময়ের সকল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh
Email: somoydigitalsomoynews.tv

Find us on

  Live TV DMCA.com Protection Status
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
উপরে